টিউটোরিয়াল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত প্রস্তুতি

Icon

মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক, কে এইচ আইডিয়াল স্কুল, দক্ষিণ মুগদা, ঢাকা

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাণিতিক প্রতীক

১. সম্পর্ক প্রতীক কোনটি?

ক) + খ) x গ) = ঘ) ÷

২. ১৫+□<১০+১৫ গাণিতিক বাক্যটিকে সঠিক বাক্যে পরিণত করতে খালি ঘরে নিুের কোন সংখ্যাটি বসবে?

ক) ৫ খ) ১০ গ) ২০ ঘ) ২৫

৩. নিচের কোনটি খোলা বাক্যের উদাহরণ?

ক) ২x৪=১৬x৮ খ) ২xক=১৬x৮

গ) ১+২+৩+৪=১০ ঘ) ১০০÷২=৫০

৪. ‘ক’ সংখ্যক আম থেকে ২০টি আম নষ্ট হয়ে গেল এবং ২৫টি আম ভালো থাকল। সমস্যাটি নিচের কোন খোলা বাক্য প্রকাশ করে?

ক) ক-২০=২৫ খ) ২৫-ক=২০

গ) ক+২০=২৫ ঘ) ২০-ক=২৫

৫. সংখ্যা প্রতীক কয়টি?

ক) ৫টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১০টি

৬. সম্পর্ক প্রতীক কয়টি?

ক) ১০টি খ) ৮টি গ) ৬টি ঘ) ৪টি

৭. ৫+৩-২□৫+৫-২, খালি ঘরে সঠিক প্রতীক বসাও :

ক) < খ) > গ) ≠ ঘ) =

৮. (৭+ক)x৩=৩০ হলে ক-এর মান কত?

ক) ২৩ খ) ১০ গ) ৯ ঘ) ৩

৯. কোনটি বড় নয়?

ক) ≮ খ) ≯ গ) = ঘ) >

১০. ২৭০০ কেজি □ ২ টন। খালিঘরে কোনটি বসবে?

ক) < খ) > গ) = ঘ) >

১১. কx২=৪২ এখানে ‘ক’-এর কোন মানের জন্য গাণিতিক বাক্যটি সত্য?

ক) ২১ খ) ৪০ গ) ৪৪ ঘ) ৮৪

১২. ৯xখ<৭০ হলে খ-এর কোন মান গ্রহণযোগ্য নয়?

ক) ৬ খ) ৭ গ) ৮ ঘ) ৫

১৩. ৪৩০০ কেজি□৪৩ কুইন্টাল। খালিঘরে কোনটি বসবে?

ক) < খ) > গ) = ঘ) >

১৪. কx৫)-১৫>৩৬÷৩) বাক্যটি ‘ক’-এর কোন মানের জন্য সত্য হবে?

ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬

১৫. খ÷২ = ৫০ এখানে ‘খ’-এর কোন মানের জন্য গাণিতিক বাক্যটি সত্য?

ক) ২৫ খ) ১০০ গ) ৭৫ ঘ) ৫০

১৬. নিচের কোনটি অক্ষর প্রতীক?

ক) ৫ খ) + গ) > ঘ) খ

১৭. একটি অজানা সংখ্যা চ থেকে ১২ বিয়োগ করলে বিয়োগফল ৫ হয়। নিচের কোনটি সঠিক?

ক) ১২-চ = ৫ খ) চ-১২ = ৫

গ) চ+৫ = ১২ ঘ) ১২-৫ = চ

১৮. কোনো সংখ্যাকে ২০ দ্বারা ভাগ করলে ভাগফল ২ হয়। অজানা সংখ্যাটি ক হলে নিচের কোনটি সঠিক?

ক) কx২০ = ২ খ) কx২ = ২০

গ) ক÷২০ = ২ ঘ) ক÷২ = ২০

১৯. ৮xক = ৩২, এই খোলা বাক্যে ‘ক’-এর মান কত?

ক) ৪ খ) ৬ গ) ৮ ঘ) ১০

২০. (খ+৭)÷৪ = ৩ হলে, খ = কত?

ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬

উত্তর : ১গ ২ক ৩খ ৪ক ৫ঘ ৬গ ৭ক ৮ঘ ৯খ ১০খ ১১ক ১২গ ১৩গ ১৪ঘ ১৫খ ১৬ঘ ১৭খ ১৮গ ১৯ক ২০গ।

গুণিতক এবং গুণনীয়ক

১. ৬০-এর মৌলিক গুণনীয়কে প্রকাশ নিচের কোনটি?

ক) ২x৩০ খ) ৩০x২

গ) ২x৩x১০ ঘ) ২x২x৩x৫

২. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২, ১৮, ২৪ কে নিঃশেষে ভাগ করা যায়?

ক) ৬ খ) ৫ গ) ৪ ঘ) ৩

৩. ৪, ৬ ও ২৪-এর গসাগু কত?

ক) ৪ খ) ২ গ) ১২ ঘ) ২৪

৪. ৭০টি ডিম ও ১৭৫টি রুটি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

ক) ৫ খ) ১০ গ) ৩৫ ঘ) ২৫

৫. ৪, ৬ ও ২৪-এর লসাগু কত?

ক) ২ খ) ৪ গ) ১২ ঘ) ২৪

৬. ২৪-এর গুণনীয়ক কয়টি?

ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি

৭. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৬ ও ৮ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ২ অবশিষ্ট থাকবে?

ক) ২৬ খ) ৫০ গ) ৭৪ ঘ) ৯৮

৮. নিচের কোনটি ১৮-এর গুণনীয়ক?

ক) ৪ খ) ৬ গ) ৭ ঘ) ৮

৯. একটি মৌলিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে?

ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি

উত্তর : ১ঘ ২ক ৩খ ৪গ ৫ঘ ৬গ ৭ক ৮খ ৯খ।