যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ এএম
‘নটরডেমিয়ান ৯৯’। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নটরডেম কলেজের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে নটরডেমিয়ান ৯৯-এর উদ্যোগে পরিচালিত বৃত্তি প্রদান কার্যক্রম এবার সফলভাবে চতুর্থ বছরে পদার্পণ করেছে। ২০১৯ সাল থেকে নটরডেমিয়ান ৯৯ ধারাবাহিকভাবে শিক্ষা, সমাজ ও মানবিক কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে—তারই ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয় এই বৃত্তি প্রদান অনুষ্ঠান।
এ বছর বিজ্ঞান, মানবিক (আর্টস) ও বাণিজ্য—এই তিনটি শাখা থেকে নির্বাচিত তিনজন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
নটরডেম কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নটরডেমিয়ান ৯৯ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।
বক্তব্যে অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও নটরডেমিয়ান ৯৯-এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, সাবেক শিক্ষার্থীদের এমন সহযোগিতা বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে।
নটরডেমিয়ান ৯৯ বিশ্বাস করে—মানবিকতা, ঐক্য ও দায়িত্ববোধের সমন্বয়েই একটি আলোকিত সমাজ গড়ে ওঠে। ভবিষ্যতেও এই সংগঠন শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করে।