স্বজন সমাবেশ
পূবাইলে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ক্লাশরুম ও সিসিটিভি চালু
রফিকুল ইসলাম
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর মহানগরের জোন-২ এলাকার পূবাইল উচ্চ বিদ্যালয় এখন থেকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সমৃদ্ধ। বিদ্যালয়ের ক্লাশরুমকে ডিজিটাল ক্লাশরুমে রূপান্তর করা হয়েছে এবং পুরো বিদ্যালয় প্রাঙ্গণকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের পূবাইল শাখার উদ্যোগে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
স্বজন সমাবেশ পূবাইল শাখার সভাপতি শাহেদ সরকার রাকিব বলেন, ‘আমাদের সব কাজের মধ্যে শিক্ষার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিই। পূবাইলে শিক্ষার মান উন্নয়ন এবং বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ উদ্যোগ।’
ডিজিটাল ক্লাশরুমটিতে আধুনিক ৪০০০ লুমেন্স প্রজেক্টর এবং পূর্ণাঙ্গ কম্পিউটার সেট বসানো হয়েছে, যা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষাকে আরও কার্যকর ও সুবিধাজনক করবে। এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ১৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা কার্যক্রম তদারকিতেও সহায়তা করবে।
রোববার (১৫ সেপ্টেম্বর) পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলামের উপস্থিতিতে ডিজিটাল ক্লাশরুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, ক্লাশরুম ডিজিটাল হওয়ায় শিক্ষার্থীরা প্রযুক্তি ও মেধার দিক থেকে আরও এগিয়ে যাবে। পাশাপাশি বিদ্যালয় সিসিটিভির আওতায় আসায় নিরাপত্তা অনেকটা নিশ্চিত হবে। আমি যে কোনো স্থান থেকে মোবাইলের মাধ্যমে দেখতে পারব শিক্ষকরা ঠিকমতো ক্লাশ নিচ্ছেন কিনা এবং শিক্ষার্থীরা কোনো বিশৃঙ্খলা করছে কিনা।
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি শেখ তানভীর আহমেদ, পূবাইল থানার উপ-পরিদর্শক নাজমুল হক, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও জামায়াতে ইসলামীর রুকন সদস্য পূবাইল বাজার ইউনিট সভাপতি আরিফুর রহমান, যুগান্তর স্বজন পূবাইল শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক রতন মিয়া প্রমুখ।

-68c9bbe683332.jpg)