নাঙ্গলকোটে স্বজন সমাবেশের কবিতা পাঠের আসর
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০১:১০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার নাঙ্গলকোটে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন স্বজন সমাবেশের নাঙ্গলকোট উপজেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক ইসমাইল হোসাইন হাবিবী। সাধারণ সম্পাদক কবি আজিম উল্যাহ হানিফ প্রাণবন্ত সঞ্চালনা করেন।
কবিতা পাঠের আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. শাহাদাত হোসাইন কাওসার।
কবিতা পাঠে অংশ নেন সংগঠনের সহসভাপতি ও ঝিকুটিয়া গার্লস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, আফছারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক তোহা হাছান ভূঁইয়া স্বাধীন, শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন, সাংবাদিক তাজুল ইসলাম, কবি এস এইচ রুবেল, একরামুল হক টিটু, হুমায়ুন কবির ও শাহাদাত হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাঙ্গলকোট স্বজন সমাবেশের সভাপতি ও ময়ূরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি মো. তাজুল ইসলাম।
