Logo
Logo
×

সারাদেশ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে স্বজনের সপ্তাহব্যাপী প্রচারাভিযান

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০২:৪৫ এএম

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে স্বজনের সপ্তাহব্যাপী প্রচারাভিযান

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী প্রচারাভিযান বৃহস্পতিবার (১৯ জুন) শুরু হয়েছে।

হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয় থেকে ‘মাদককে না বলুন’ লালকার্ড প্রদর্শন করে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মাদকবিরোধী দিবসের (মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস) প্রতিপাদ্য ‘মাদকাসক্তি প্রতিরোধ এবং চিকিৎসা সকলের দায়িত্ব’ এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও স্বজনের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আব্দুল মালেক, ইসলামাবাদ ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুমন এস, ব্যবসায়ী গোলাম কিবরিয়া, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, সাংবাদিক শামীম আনোয়ার প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম