বেলাই বিলে যুগান্তর স্বজনদের আনন্দোচ্ছ্বাস
রফিকুল ইসলাম
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৪:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন স্বজন সমাবেশ গাজীপুর মহানগরীর পূবাইল শাখার উদ্যোগে নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুন গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এলাকা বেলাই বিলে এ নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়।
ওই দিন সকালে রঙিন নৌকায় করে বিলের বুকে
ভেসে বেড়ানো, গানে গানে আড্ডা, আর চারপাশে সবুজ প্রকৃতির অনাবিল সৌন্দর্য সব মিলিয়ে
দিনটি স্বজন সদস্যদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় অভিজ্ঞতা। এ আয়োজন শুধু আনন্দের উপলক্ষই
ছিল না বরং সদস্যদের মাঝে পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করতেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
ভ্রমণে অংশগ্রহণকারী একাধিক সদস্য জানান,
শহরের যান্ত্রিক কোলাহল থেকে কিছুটা দূরে প্রকৃতির কোলে এ ধরণের আয়োজন মন ও মস্তিষ্কে
প্রশান্তি এনে দেয়। পাশাপাশি যুগান্তরের সঙ্গে আত্মিক সম্পর্ক আরও নিবিড় হয়।
স্বজন সমাবেশ পূবাইল শাখার সভাপতি শাহেদ
সরকার রাকিব বলেন, ‘সংগঠনের সদস্যদের সক্রিয় ও প্রানবন্ত রাখতেই আমাদের এই ভ্রমণ আয়োজন।
এছাড়াও আমি মাটির কুটির নামে একটি ভ্রমণ ও সেবা প্রতিষ্ঠান চালু করেছি, যেন বেলাই বিলে
আগত পর্যটকরা মানসম্মত সেবা পান। আমরা এ প্রাকৃতিক অঞ্চলকে ঘিরে টেকসই পর্যটন গড়ে তুলতে
কাজ করছি।’
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘এমন
উদ্যোগ শুধু আনন্দ দানই নয় বরং এলাকার পর্যটন বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।’
