Logo
Logo
×

সারাদেশ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১০:৫২ পিএম

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ

ছবি: যুগান্তর

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফলজ ও বনজ গাছের চারা  বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে স্বজন মো. হারুনুর রশীদ খানের উদ্যোগে উপজেলার ভিটিবাড়ী বাজার কেন্দ্রীয় বাইতুল ফালাহ জামে মসজিদে এ কর্মসূচি পালিত হয়।

মো. হারুনুর রশীদ খান ময়মনসিংহের মুক্তাগাছার যুগান্তর স্বজন সমাবেশের শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। 

নিজ নিজ বাড়ির আঙিনায় গাছ রোপণ করে পরিবেশ রক্ষায় অবদান রাখার সুযোগ করে দিতে প্রতি মুসল্লিকে চারটি করে গাছের চারা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, হারুনুর রশীদের এ ধরনের ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়।তার এ উদ্যোগ অন্যদের মাঝে সচেতনতা ও উৎসাহ তৈরি করবে। স্বজনের এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এ প্রসঙ্গে স্বজন হারুনুর রশীদ বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্মরণে গাছ রোপণের মাধ্যমে সমাজ ও পরিবেশের উপকারে আসাটাই ছিল মূল লক্ষ্য। আগামী প্রজন্মকে একটি বিশুদ্ধ পরিবেশ উপহার দিতে এ সামান্য প্রয়াস।আগামীতেও এ কার্যক্রম চলবে। 

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির মিন্টু ও স্বজনের ক্রীড়া বিষয়ক সম্পাদক বজলুর রশীদ,হাবিবুল বাশার স্বপন,আ. মান্নান শাহিন,তারা মিয়া,সোহেল খান,আনোয়ার হোসেন খান,বাবলু খানসহ মুক্তাগাছা স্বজনের উপদেষ্টা সোহেল রানা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম