ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। স্কুলে শিক্ষার্থীদের হইচই। সবার মনোযোগ টেবিলে সাজানো রসালো আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, আপেল, মাল্টা, পেঁপে, আমড়া, ড্রাঙ্গনসহ বাহারি সব ফলের ওপর। কখন শুরু হবে উৎসব! আর কখন খাওয়ার ধুম!
এমন আনন্দময় পরিবেশে ফল উৎসবের আয়োজন করে রাজধানীর পুরান ঢাকার যুগান্তর স্বজন সমাবেশ। স্বজন সমাবেশ পুরান ঢাকা শাখা ও এডুকো ইন্টারন্যাশনাল স্কুল যৌথভাবে সম্পন্ন করে প্রাণবন্ত এ আয়োজন। ১৫ জুলাই এডুকো ইন্টারন্যাশনাল স্কুলে যৌথভাবে আয়োজন করা হয় ব্যতিক্রমী এ ফল উৎসবের।
স্বজন সমাবেশ পুরান ঢাকা শাখার সভাপতি সায়কা বানুর সভাপতিত্বে এডুকো ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সালমান গনি এ আয়োজনের সঞ্চালনা করেন। ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্বজন সমাবেশ পুরান ঢাকা শাখার উপদেষ্টা ও ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি শহীদ মাহমুদ শহীদ উল্লাহ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন এডুকো ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ওবায়দুল হক পাটোয়ারী ও ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন পুরান ঢাকার স্বজন সি এম শাকিল, হিতৈষী নদী, হাজী মো. ইকবাল আহমেদ, ইমরান হোসেন, রনি, মো. ইব্রাহিম, জাহিদ বিন কাদিরসহ স্কুলের শিক্ষকবৃন্দ ও এডুকো ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা।
প্রধান অতিথি শহীদ মাহমুদ শহীদ উল্লাহ বলেন, যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকা ও এডুকো ইন্টারন্যাশনাল স্কুল মিলে এতো সুন্দর একটি আয়োজন করেছে সত্যিই তা প্রশংসার দাবিদার। আমি এই ফল উৎসব দারুণভাবে উপভোগ করেছি, একসঙ্গে এতো রকম ফলের আয়োজন সত্যই ভালো হয়েছে। উপস্থিত শিক্ষার্থীরা কী সুন্দর করে একেকটা ফলের উপকারিতা প্রকাশ করল। শিশুদের জন্য এরকম দেশের প্রতিটি স্কুলে ফল উৎসবের আয়োজন করা উচিত বলে আমি মনে করি। এতে ছোট থেকেই তারা দেশি ফল চিনবে এবং তাদের মধ্যে একসঙ্গে খাওয়ার অনুভূতি জাগ্রত হবে।
