Logo
Logo
×

সারাদেশ

সুজানগরে এসএসসি পরীক্ষার্থীকে যুগান্তর স্বজন সমাবেশের সংবর্ধনা

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৩:০৯ পিএম

সুজানগরে এসএসসি পরীক্ষার্থীকে যুগান্তর স্বজন সমাবেশের সংবর্ধনা

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১২৬৮ নাম্বার পেয়ে পাবনার সুজানগর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছেন গৌরব কুমার পাল। এ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে যুগান্তর স্বজন সমাবেশের সুজানগর উপজেলা শাখা।

শনিবার (২৬ জুলাই) এক অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী এ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

যুগান্তর স্বজন সমাবেশের সুজানগর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ নাদের হোসেনের সভাপতিত্বে এবং যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা এম এ আলিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জহুর আহমেদ সরকার নিক্সন, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান মন্টু, গৌরব কুমার পালের মা সান্তনা রাণী পাল, ছাত্র প্রতিনিধি নাবিল হোসেন ও আব্দুস সবুর জয়সহ স্বজন সমাবেশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম