নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কসবা স্বজনের দোয়া মাহফিল
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৬:২৬ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কসবায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) বিকালে কসবার আল-আজহার মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুগান্তর স্বজন সমাবেশ। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতা ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা প্রেস ক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপন। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী।
স্বাগত বক্তব্য রাখেন- যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা বোরহান মো. ইনয়ামুল ইসলাম, আল-আজহার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম শাহিন, যুগান্তরের স্টাফ রিপোর্টার মো. ফজলে রাব্বি, শিক্ষক হাফেজ জুবায়ের আহমেদ, শিক্ষক রাকিবুল ইসলাম, মেহেদী হাসান, মোস্তাকিন বিল্লাহ, সাংবাদিক মো. শাখাওয়াত হোসেন পারভেজ ও যুগান্তর স্বজন সমাবেশ কসবা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। সঞ্চালনায় ছিলেন যুগান্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন।
বক্তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন আপাদমস্তক দেশপ্রেমিক ও প্রজ্ঞাবান উদ্যোক্তা। মুক্তিযুদ্ধে তার অবদান যেমন প্রশংসনীয়, তেমনি স্বাধীনতার পর দেশের অর্থনীতি ও শিল্পখাতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না, ছিলেন সমাজসেবক, দানশীল ও মানবিক গুণাবলীর অধিকারী আদর্শবান ব্যক্তি।
আলোচনা শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন পীরজাদা শিবলী নোমানী।
