Logo
Logo
×

স্বজন সমাবেশ

গাজীপুরে যুগান্তর স্বজনদের নিয়ে সাংবাদিকদের নৌকা ভ্রমণ

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০২:৪৩ এএম

গাজীপুরে যুগান্তর স্বজনদের নিয়ে সাংবাদিকদের নৌকা ভ্রমণ

দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ পূবাইল শাখার স্বজন সদস্যদের নিয়ে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন নৌকা ভ্রমণ। এতে অংশ নেন গণমাধ্যমকর্মী, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শনিবার দুপুরে পূবাইলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিল ও খালপথে এই ব্যতিক্রমধর্মী ভ্রমণের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা জানান, সাংবাদিকতার ব্যস্ত জীবনে এমন আয়োজন মানসিক প্রশান্তি আনে এবং সহকর্মীদের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করে।

নৌকা ভ্রমণে গান, কবিতা, স্মৃতিচারণা ও মতবিনিময়ের পাশাপাশি ছিল হালকা নাস্তার আয়োজন। স্বজন সদস্যদের সরব উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রচারের মাধ্যম নয়—এটি সমাজ বদলের হাতিয়ার। তাই দায়িত্বশীল সাংবাদিকতা এখন সময়ের দাবি।

যুগান্তর স্বজন সমাবেশ পূবাইল শাখার উপদেষ্টা গৌতম চন্দ্র দাস বলেন, আমরা সমাজসচেতন পাঠক ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক গড়ার পাশাপাশি এ ধরনের আয়োজনের মাধ্যমে সংস্কৃতি, সৌহার্দ্য ও দায়িত্ববোধ ছড়িয়ে দিতে চাই।

এ নৌকা ভ্রমণ সাংবাদিকতা পেশার ক্লান্তিকর জীবনের মাঝে এক নির্মল বিনোদন এনে দিয়েছে। কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধি আফজাল হোসেন, দৈনিক যুগান্তরের টঙ্গী প্রতিনিধি লুৎফুজ্জামান লিটন, আজকের পত্রিকার টঙ্গী প্রতিনিধি নাঈমুল হাসান, দৈনিক আমার সংবাদের পূবাইল প্রতিনিধি রবিউল আলম, মানবকণ্ঠের রফিকুল ইসলাম, ঢাকা টাইমস-এর রাজিব হোসেন, দেশবর্তমানের জহিরুল আলম লিটন, চ্যানেল এস-এর ফয়সাল ভূঁইয়া, যুগ-যুগান্তরের শাহীন সরকার, দেশান্তরের আসিফ রায়হান, জনতার সময়ের জাহিদ হাসান প্রভাস, স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক ফেরদৌস মিয়াসহ আরও অনেকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম