Logo
Logo
×

এশিয়া

তাইওয়ান উপকূলে অস্ট্রেলিয়া ও কানাডার যুদ্ধজাহাজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তাইওয়ান উপকূলে অস্ট্রেলিয়া ও কানাডার যুদ্ধজাহাজ

সংগৃহীত ছবি।

তাইওয়ান উপকূল অতিক্রম করা অস্ট্রেলিয়া ও কানাডার দুটি যুদ্ধজাহাজকে উসকানিমূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে চীন। শনিবার দেশটির সেনাবাহিনী জানায়, তারা কানাডার ফ্রিগেট ভিল দ্য কুইবেক এবং অস্ট্রেলিয়ার গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ব্রিসবেনের ওপর নিবিড় নজরদারি চালিয়েছে এবং সতর্কবার্তাও দিয়েছে। রোববার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানায়, কানাডা ও অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ ইচ্ছাকৃতভাবে সমস্যা সৃষ্টি করছে এবং এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম