মাঙ্গা জলদস্যুর পতাকা এখন বিশ্বব্যাপী জেন-জি ঐক্যের প্রতীক
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাত্র কদিন আগে, জেন-জিদের আন্দোলনে টালমাটাল হয়ে পড়েছিল নেপাল। দুদিনের (৮ ও ৯ সেপ্টেম্বর) আন্দোলনের তীব্রতায় পতন ঘটে সরকারের। চারদিকে জ্বলতে থাকে সরকারি-বেসরকারি অবকাঠামো। সেসময় নেপালের সিংহদরবারের আগুনের লেলিহান শিখার মাঝেই নজর কেড়েছিল এক অদ্ভুত দৃশ্য। সরকারি ভবনের সামনে উড়তে দেখা যায়, জাপানি শিল্পী এইচিহিরো ওডার সৃষ্ট মাঙ্গা সিরিজ ওয়ান পিসের পাইরেট (জলদস্যু) পতাকা, যার কালো ব্যানারে খড়ের টুপি পরা ‘মাথার খুলি’। জল্লি রজার নামের এই কার্টুনিশ খুলি শুধু ফ্যানডমের প্রতীক নয়; জাপান, কোরিয়া, ফিলিপাইন, নেপালসহ এশিয়ার বিভিন্ন দেশে দুর্নীতি এবং সরকারি অব্যবস্থার বিরুদ্ধে জেন-জি প্রজন্মের বিক্ষোভের প্রতীক হয়ে উঠেছে।
প্রসঙ্গত, এই খুলিটি লাফি নামের প্রধান চরিত্রের। যার লক্ষ্য হলো ‘পাইরেট
কিং’ হওয়া এবং দমনমূলক
শাসনের বিরুদ্ধে লড়াই করা।
সরকারি আর্থিক কেলেঙ্কারির প্রতিবাদে প্রথমে জাপানে এই পতাকা ব্যবহার
করেন তরুণরা। পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে
আন্দোলনের সময় এটি দেখা যায়। এই গ্রীষ্মে ইন্দোনেশিয়ায় এবং পরে ফিলিপাইন ও নেপালেও
তরুণ আন্দোলন, স্বাধীনতা ও অসহায়দের মুক্তির প্রতীক হিসাবে এই পতাকা ব্যবহার করা হয়েছে।
জাপান
২০২৪ সালে জাপানে সরকারি অনিয়মিত অর্থায়ন কেলেঙ্কারির বিরুদ্ধে প্রথম
বিক্ষোভে ওয়ান পিসের জল্লি রজার পতাকা ব্যবহার করে তরুণ নাগরিকরা। এই কেলেঙ্কারি সরকারি
তহবিল ও বাজেটের অনিয়মিত ব্যয় এবং অবৈধ লেনদেনের সঙ্গে সম্পর্কিত ছিল, যা সাধারণ জনগণের
মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। তরুণরা শহরের গুরুত্বপূর্ণ সরকারি ভবনের সামনে এই কার্টুনিস্ট
জলদস্যু পতাকা উড়িয়ে প্রতিবাদ করেছিলেন।
দক্ষিণ কোরিয়া
২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার কিছু বিক্ষোভকারীও এই পতাকা প্রদর্শন
করেন। তারা সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে আন্দোলনের সময় এটিকে ব্যবহার
করেছিলেন। এই বিক্ষোভটি মূলত সরকারের নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক অসংগতির
বিরুদ্ধে পরিচালিত হয়।
ফিলিপিন্স
২০২৫ সালে দুর্নীতিবিরোধী বিক্ষোভে ফিলিপিন্সের কুইজন সিটির ইউনিভার্সিটি
অব দ্য ফিলিপিন্স দিলিমানে হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। এ বিক্ষোভেও ‘ওয়ান পিস’ পতাকা দেখা যায়।
এই পতাকা ছাত্রসমাজের মধ্যে শক্তি, প্রতিবাদ এবং স্বায়ত্তশাসনের প্রতীক হিসাবে ব্যবহৃত
হয়।
ইন্দোনেশিয়া
২০২৫ সালের আগস্টে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইন্দোনেশিয়ার তরুণরা
প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নির্দেশিত জাতীয় পতাকা উত্তোলনের আহ্বানের প্রতিক্রিয়ায়
‘ওয়ান পিস’ জলদস্যু পতাকা
ওড়ায়। বিশেষ করে ট্রাকচালক, শিক্ষার্থী ও স্থানীয় সম্প্রদায়ের মানুষ এই পতাকা ব্যবহার
করে সরকারের মনোযোগ আকর্ষণ করে, যা কেন্দ্রীয় নীতির প্রতি তাদের অসন্তোষের প্রতীক।
ফ্রান্স
চলতি মাসে বাজেট কাটছাঁট এবং সরকারি নীতির বিরুদ্ধে বিক্ষোভে নামেন ফ্রান্সের
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ওয়ান পিসের পতাকা হাতে বহন করেন তারাও। কমিকের
এই জনপ্রিয় প্রতীক তরুণদের মধ্যে গণতন্ত্র রক্ষার আন্তর্জাতিক প্রেরণা হিসাবে কাজ করছে।
নেপাল
সেপ্টেম্বরের শুরুতে কাঠমান্ডুর বিখ্যাত সিংহদরবার প্রাঙ্গণে তরুণদের
বিক্ষোভ চলাকালীন ‘ওয়ান পিস’ জল্লি রজার পতাকা উড়ানো হয়। সরকারের সামাজিক
যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ এবং রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে নামেন জেন-জিরা।
সূত্র: সিএনএন
