Logo
Logo
×

এশিয়া

দক্ষিণ কোরিয়ার বন্দরে মার্কিন পারমাণবিক বিমানবাহী রণতরী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম

দক্ষিণ কোরিয়ার বন্দরে মার্কিন পারমাণবিক বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘জর্জ ওয়াশিংটন।’

বুধবার দক্ষিণ কোরিয়ার বুসানের নৌঘাঁটিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘জর্জ ওয়াশিংটন।’। খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইওনহ্যাপ।

এই রণতরীর সঙ্গে রয়েছে একটি মিসাইল ক্রুজার এবং দুটি এইজিস সিস্টেম-সজ্জিত ধ্বংসাত্মক অস্ত্র। সরঞ্জাম পুনরায় সরবরাহ করা এবং নাবিকদের বিশ্রাম দেওয়াই এই সফরের অন্যতম উদ্দেশ্য।

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী তাদের আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের পঞ্চম বিমানবাহী রণতরী গ্রুপের আগমন উপলক্ষে দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করা হবে এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা হবে।’

প্রেসিডেন্ট লি জে-মিয়ং দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরীর এটিই প্রথমবার দক্ষিণ কোরিয়ার বন্দর সফর। সবশেষ চলতি বছরের মার্চে মার্কিন নৌবাহিনীর একটি রণতরী বুসান বন্দরে প্রবেশ করেছিল।

দক্ষিণ কোরিয়ার নৌঘাঁটিতে মার্কিন বিমানবাহী রণতরীর এই উপস্থিতির কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন-এর বোন কিম ইয়ো জং একে ‘চরম শত্রুতা’ বলে আখ্যায়িত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম