Logo
Logo
×

এশিয়া

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে সহায়তার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক টেলিফোন আলাপে, দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে।

আব্বাস আরাঘচি বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তেহরান সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, স্থায়ী শান্তি নিশ্চিত করতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আরও সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন। 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের নেতারা আঞ্চলিক স্থিতিশীলতা ও টেকসই শান্তির লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।

ইরানি গণমাধ্যমের বরাতে আরও জানা যায়, টেলিফোন আলাপে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন আব্বাস আরাঘচি। 

সূত্র: সামা টিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম