Logo
Logo
×

এশিয়া

আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ফাইল ছবি

ইসলামাবাদে সাম্প্রতিক আত্মঘাতী হামলার পর আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি অভিযোগ করেছেন, আফগান তালেবান সরকার পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। আসিফ সতর্ক করে বলেন, প্রয়োজন হলে পাকিস্তান আফগানিস্তানে সামরিক হামলা চালাতে ‘বাধ্য’ হবে।

মঙ্গলবার ইসলামাবাদের আদালতের বাইরে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩৬ জন আহত হন। পাকিস্তানি তালেবান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

ঘটনার পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আফগানিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মঙ্গলবারের হামলার পর আফগানিস্তানের সঙ্গে যুদ্ধও ঘটতে পারে।

তিনি আফগান সরকারের তরফ থেকে হামলার নিন্দাকে ‘রাজনৈতিক নাটক’ বলে অভিহিত করেন। আসিফের দাবি, পাকিস্তানি বাহিনীর অভিযানে যেসব সন্ত্রাসী নিহত হয়েছে, তাদের বেশিরভাগই আফগান নাগরিক।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা এমন অবস্থায় পড়েছি যে, আমাদের কোনো বিকল্প নেই—সন্ত্রাসী হামলার জবাব দিতে বাধ্য হয়েছি।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও ইসলামাবাদে আত্মঘাতী হামলার জন্য ভারতের ‘প্রক্সি গোষ্ঠীগুলোর’ সম্পৃক্ততার অভিযোগ করেছিলেন। তবে এ হামলা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কাবুল সরকার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম