Logo
Logo
×

আন্তর্জাতিক

শঙ্কা গোয়েন্দা প্রধানের

‘বড় ধরনের’ চীনা সাইবার হামলার ঝুঁকিতে অস্ট্রেলিয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:১২ এএম

‘বড় ধরনের’ চীনা সাইবার হামলার ঝুঁকিতে অস্ট্রেলিয়া

সাইবার হামলা।

চীনের দিক থেকে অস্ট্রেলিয়া ‘বড় ধ্বংসাত্মক সাইবার হামলার’ ঝুঁকিতে রয়েছে – বলে মন্তব্য করেছেন দেশটির গোয়েন্দা প্রধান।

‘অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন’ বা এএসআইও প্রধান মাইক বার্জেস বলেছেন, চীন সরকার ও সেনাবাহিনীর সঙ্গে জড়িত হ্যাকাররা দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাচ্ছে। 

অস্ট্রেলিয়া এখন ‘বড় ধরনের ধ্বংসাত্মক সাইবার হামলার’ ঝুঁকিতে রয়েছে বলেও সতর্ক করেন তিনি।  

অস্ট্রেলিয়ার গোয়েন্দা প্রধান আরও বলেছেন, ‘অভূতপূর্ব মাত্রার এই গুপ্তচরবৃত্তি’ আগামী পাঁচ বছরে দেশটিতে ‘সাইবার হামলার মাধ্যমে নাশকতা কর্মকাণ্ডের’ ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

তার দাবি, ‘একটি রাষ্ট্র অস্ট্রেলিয়া ও এর বিভিন্ন মিত্রদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে প্রবেশ ও নজরদারির একাধিক চেষ্টা চালাচ্ছে’। তাদের লক্ষ্য এসব দেশের ‘পানি, পরিবহন, টেলিযোগাযোগ ও জ্বালানি নেটওয়ার্কের মতো জায়াগায় প্রবেশ করা’, যাতে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি বা নাশকতা ঘটানো যায়।

এ বিষয়ে মন্তব্যের জন্য চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সাড়া পায়নি বিবিসি।

অস্ট্রেলিয়ার গোয়েন্দা প্রধান বলছেন, সংরক্ষিত হিসাব অনুসারে ২০২৩-২৪ সালে গুপ্তচরবৃত্তির ফলে অস্ট্রেলিয়ার প্রায় ৮২০ কোটি মার্কিন ডলার ক্ষতি করেছে। এক বছরের মধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন কোম্পানি থেকে প্রায় ২০০ কোটি ডলারের ব্যবসায়িক গোপন তথ্য ও মেধা সম্পদ চুরি হয়েছে।

বার্জেস বলেছেন, এখন আগের চেয়ে অনেক বেশি ‘অরাজকতা তৈরি ও নাশকতা’ করতে আগ্রহী হয়ে উঠেছে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম