Logo
Logo
×

দশ দিগন্ত

কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে কয়েদির মামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে কয়েদির মামলা

ভেজেমাইট। ছবি: সংগৃহীত

কারাগারে ভেজেমাইট (একধরনের জেলি) খেতে না দেওয়ায় কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন অস্ট্রেলিয়ার এক কয়েদি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে মঙ্গলবার এ মামলা করেন তিনি।

৫৪ বছর বয়সী আন্দ্রে ম্যাককেচনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছেন। বর্তমানে ম্যাককেচনি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের একটি কারাগারে (সংশোধনকেন্দ্র) সাজা ভোগ করছেন তিনি।তবে কারাগারে বসে নিজের অধিকার আদায়ের জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধেও লড়াই করছেন। আগামী বছর এই মামলার শুনানি হওয়ার কথা।

২০০৬ সালে ভিক্টোরিয়ার কারাগারগুলোয় ভেজেমিট নিষিদ্ধ করা হয়। কারণ, এটি মাদক শনাক্ত করতে সক্ষম কুকুরের কাজে ব্যঘাত সৃষ্টি করে। বন্দিরা আগে ভেজেমাইটের আড়ালে অবৈধ মাদক লুকিয়ে রাখতেন। এএফপি, বিবিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম