Logo
Logo
×

বিএনপি

মুজিব-হাসিনার শাসনামলে শুধু দুঃশাসন পেয়েছি: হাফিজ

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৯:১৩ পিএম

মুজিব-হাসিনার শাসনামলে শুধু দুঃশাসন পেয়েছি: হাফিজ

বক্তব্য রাখছেন মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: যুগান্তর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শেখ মুজিব ও শেখ হাসিনার শাসনামলে কেবলমাত্র দুঃশাসনই আমরা পেয়েছি। তাদের একমাত্র কাজ ছিল দেশের সম্পদ লুটপাট করা। 

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠে উপজেলার আলিয়া মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দেশের মধ্যে যাতে তাদের অপকর্মের প্রতিবাদ কেউ করতে না পারে এজন্য হত্যালীলা শুরু করে আওয়ামী লীগ। আয়না ঘর নামক বন্দিশালায় নিয়ে নির্মম নির্যাতন চালানো হয়। বিএনপির কয়েক হাজার কর্মীকে হত্যা করেছে তারা। হিটলারের বাহিনী এমনকি পাকিস্তানি বাহিনীও এতো অত্যাচার করেনি যা আওয়ামী লীগ সরকার করেছে। 

মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগের কাজ ছিলো ভারতীয়দের পূজা করা। তাদের সব চাওয়া পাওয়া পূরণ করা। তাদের শাসন আমলে বাংলাদেশ ছিলো ভারতের একটি অঙ্গরাজ্য। 

তিনি বলেন, ভোট এলেই নানান কায়দা অবলম্বন করতো আওয়ামী লীগ। নির্বাচনি সহিংসতা এদেশে সূচনা করেছে শেখ হাসিনা। যেটা গত ১৬ বছর সব নির্বাচনে চালিয়ে গেছে। এমন কোনো অপকর্ম নাই যে তারা করে নাই। হত্যা, গুম লুণ্ঠন ইত্যাদি করে এ দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আর একটা কাজ করেছে কেবল ভারতের স্বার্থ রক্ষা করা। আজব আজব বৈষম্যমূলক আইন ভারতের সঙ্গে মিলিয়ে করেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদেশের ছাত্র সমাজ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল যখন রাজপথে নেমে আসে তখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এখন তাদের মানি লন্ডারিংয়ের জন্য আন্তর্জাতিকভাবে বিচার শুরু হয়ে গেছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদ কামরুজ্জামান বাবুলসহ উপজেলার মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম