Logo
Logo
×

বিএনপি

আলেমদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু প্রিন্সের

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

আলেমদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু প্রিন্সের

বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: যুগান্তর

বিএনপির যুগ্ম মহাসচিব ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় মূলনীতিতে ধর্মীয় মূল্যবোধ ও সর্ব শক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করতে চায়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট জামে মসজিদ প্রাঙ্গণে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি।  

এতে ইউনিয়নের বিভিন্ন মসজিদের চার শতাধিক ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসার মুহতামিম, নায়েবে মুহতামিম, সিনিয়র শিক্ষকরা এবং মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সবাইকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে প্রিন্স বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম, বিএনপি ইসলামের এ চেতনাকে ধারণ করে বাংলাদেশকে শান্তি ও সম্প্রীতির জনপদে পরিণত করবে। 

তিনি বলেন, ধানের শীষ প্রতীক বিজয়ী হলে সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন কাঠামো ও মসজিদের বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। বিএনপি যখনই ক্ষমতায় যায়, তখনই মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে সরকারি সহযোগিতা পায়। আগামী দিনেও অব্যাহত থাকবে। বিএনপি ইসলামি মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবে এবং ইসলামি রীতি-নীতি ও সংস্কৃতি রক্ষায় কাজ করবে।

মুন্সিরহাট দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় মাওলানা সাহাবউদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম, সাইদুর রহমান, জামাল উদ্দিন, গিয়াস উদ্দিন মাস্টার, প্রভাষক আমিনুল ইসলাম, হাফেজ ক্বারি রুহুল আমিন, হযরত আলী, হাফেজ আল আমিন, বিএনপি নেতৃবৃন্দের মধ্যে মফিজ উদ্দিন, অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মনিক, মোয়াজ্জেম হোসেন লিটন, ফরহাদ রাব্বানী সুমন, মাহবুবুল আলম বাবুল, ওয়াজেদ আলী মাস্টার, সিরাজুল ইসলাম, মওলানা আকবর আলী, মওলানা উবায়দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তিনি মুন্সিরহাট মুসলিম ইনস্টিটিউশন এবং মুন্সিরহাট ফাজিল মাদ্রাসায় শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এলাকার বুজর্গ ব্যক্তিত্ব মরহুম মওলানা আব্দুল জব্বারের মাজার জিয়ারত করে ফতেহা পাঠ করেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম