Logo
Logo
×

বিএনপি

প্রশাসন নিশ্চুপ থাকলে পরিস্থিতি আরও জটিল হবে: গয়েশ্বর

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম

প্রশাসন নিশ্চুপ থাকলে পরিস্থিতি আরও জটিল হবে: গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় প্রশাসন যদি নিশ্চুপ থাকে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতাকে কেউ যেন অন্ধকারে ঢেকে দিতে না পারেব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে

তিনি বলেন, স্বাধীনস্বাবলম্বী নারীর চেতনায় জেগে ওঠবে আগামী প্রজন্মের বাংলাদেশবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের নতুন ভবিষ্যগড়ে তুলবে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতিঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীবিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. নাজিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া, কলেজের অধ্যক্ষ এটিএম বজলুর রশীদ খন্দকার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু ও ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি মো. পাবেল মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মোহাম্মদ আলী হোসেন, মোকাররম হোসেন সাজ্জাদ, আরশাদ রহমান সপু, মতিউর রহমান চঞ্চল, ইমান উল্লাহ মাস্তান প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম