Logo
Logo
×

বিএনপি

যারা নাশকতা করবে রাজনীতিতে ঠাঁই হবে না: আযম খান

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

যারা নাশকতা করবে রাজনীতিতে ঠাঁই হবে না: আযম খান

আহত এক অটোচালককে আর্থিক সহায়তা প্রদান করছেন আযম খান। ছবি: যুগান্তর

বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, যারা নাশকতা করবে বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোনো ঠাঁই হবে না। লকডাউনের কথা বলে অনিশ্চয়তা তৈরির পাঁয়তারা এবং নাশকতা করা জনগণ আর দেখতে চায় না।

তিনি বলেন, এখন জনগণ দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতি দেখতে চায় গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এবং গণতন্ত্র ও মানবাধিকার দেখতে চায়।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সখীপুর উপজেলার আড়াইপাড়া গ্রামে দুর্ঘটনায় আহত এক অটোচালককে আর্থিক সহায়তা প্রদান করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর তা কেটে গেছে। তার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। দেশের সব রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী হয়ে গেছে। পুরো জাতি এবং প্রশাসন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে।

আওয়ামী লীগজাপা ও ১৪ দল নির্বাচনে না এলে কাদের সিদ্দিকীও নির্বাচনে আসবেন নাএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সব দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত। কোনো ব্যক্তি বা দল যদি নির্বাচনে না আসে, তাতে নির্বাচনে প্রভাব পড়বে না। বরং তারা জনগণের কাছ থেকেই হারিয়ে যাবে। যারা নির্বাচনে আসবে, তাদের নিয়েই নির্বাচন হবেজনগণ ভোট দেবে, আর সেই ভোটেই নির্ধারিত হবে জয়-পরাজয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব শিকদার বাবুল, ইউপি সদস্য মামুন শিকদারসহ স্থানীয় নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম