সেই গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই গ্রামের অসহায় প্রবীণ আবদুল গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়িয়েছেন।
সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পে বিদ্যুৎবিহীন জরাজীর্ণ ঘরে বসবাস করছেন আবদুল গণি জমাদ্দার (৭০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৫০)। কর্মহীন, অসুস্থ এবং ভরণপোষণের কেউ না থাকায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন এই প্রবীণ দম্পতি। আঁধার ঘরে, অনাহারে-অর্ধাহারে দিন কাটানোর করুণ বাস্তবতা উঠে আসার পর বিষয়টি জাতীয়ভাবে আলোচনায় আসে।
অসহায় এই প্রবীণ দম্পতির মানবেতর জীবনযাপনের বিষয়টি তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তাদের পাশে দাঁড়াতে।
আজ (১৬ নভেম্বর) সকাল ১০টায় তারেক রহমানের পক্ষ থেকে সংশ্লিষ্ট এই প্রবীণ দম্পতির সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় প্রবীণ আবদুল গণি জমাদ্দার দম্পতির হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে অসহায় এই দম্পতির প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি তার বক্তব্যে প্রবীণ আবদুল গণি জমাদ্দার দম্পতির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক যুবদল নেতা তৌফিক আলি খান কবির, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু এবং পটুয়াখালী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।
