Logo
Logo
×

বিএনপি

দেশের মানুষের বিজয় হয়েছে: দুলু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

দেশের মানুষের বিজয় হয়েছে: দুলু

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি দেশের মানুষের উপরে আস্থাশীল ছিল বলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল। আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়ার জন্য এ ব্যবস্থা বাতিল করেছিল। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহাল করা হয়েছে। যুগান্তকারী এ রায়ের মাধ্যমে শুধু বিএনপি নয়, দেশের মানুষের বিজয় হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে শহরের আলাইপুরে নাটোর বিএনপির কার্যালয়ে তিনি এসব কথা বলেন। সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং শ্রমিক-কর্মচারীদের নিয়ে আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথি ছিলেন দুলু। 

তিনি বলেন, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হবে। বিএনপি দেশের মাটি ও মানুষের দল, তাই ভারতপন্থি বা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নকারী শক্তি দেশে টিকতে পারবে না। 

স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এহাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, শ্রমিক নেতা আব্দুর রশিদ সরকার, সাবেক সিবিএ নেতা হাবিবুল ইসলাম হেলাল এবং ব্যাংকার খোরশেদ আলম ও আবুল কাশেম প্রমুখ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম