জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিলেন: সেলিমা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিলেন।
তিনি বলেন, তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপবৃত্তির মাধ্যমে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, নারীর সুরক্ষা ও সাইবার বুলিং প্রতিরোধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনি অগ্রাধিকার শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা ১৭ বছর হিন্দু সম্প্রদায়ের ভোট দখল করেছিল। যখন ভোটের প্রয়োজন শেষ, তখন হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল ও দেশছাড়া করেছে। এখন ফ্যাসিবাদের দিন শেষ, আগামীর দিন হবে জনগণের বাংলাদেশ। সাম্যের ও সব মানুষের অধিকার প্রতিষ্ঠার দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে ভোট কেন্দ্রে যাবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে।
সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেন বলেন, আজকের সমাবেশে নারী ভোটার ও জনগণের জনসমুদ্র প্রমাণ করে বগুড়ার মাটিতে ধানের শীষের বিজয় নিশ্চিত। বিএনপি সরকার গঠন করলে, দেশ হবে জনগণের।
মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাইন, আলাউদ্দিন সরকার, বেলায়েত হোসেন আদর, আলেকজান্ডার, শফিউল আলম সুমন, সুশান্ত কুমার শান্ত, আব্দুর রউফ রুবেল প্রমুখ।
