Logo
Logo
×

বিএনপি

প্রথমবারের মতো নির্বাচনি গণসংযোগে সালাহউদ্দিন আহমদ

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম

প্রথমবারের মতো নির্বাচনি গণসংযোগে সালাহউদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো গণসংযোগ করছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে পির মাওলানা আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। 

এ সময় ওই আসনের সাবেক এমপি সালাহউদ্দিন পত্নী অ্যাডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজিসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চকরিয়া-পেকুয়ার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবেন সালাহউদ্দিন আহমদ। তিনি জাতীয় পর্যায়ে দলের সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার কারণে মাঝে মধ্যে এলাকায় এলেও মনোনয়ন নিশ্চিত হওয়ার পর এটি তার প্রথম নির্বাচনি সফর। এ সফরে চকরিয়ার ১৭ ও পেকুয়ার ৭ ইউনিয়ন এবং চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করবেন। মঙ্গলবার সকালে খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়েছেন। 

এছাড়াও সন্ধ্যা ৬টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল পথসভায় বক্তব্য রাখবেন। 

একটি সূত্র জানিয়েছে, এটি কেবল নির্বাচনকেন্দ্রিক সফর। এ সফরে সালাহউদ্দিন আহমদ প্রায় এক সপ্তাহ নিজ বাড়িতে অবস্থান করবেন। বাড়ি থেকেই চকরিয়া-পেকুয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচনি পথসভা ও গণসংযোগে অংশ নেবেন। ইতোমধ্যে চকরিয়া ও পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে একটি সফর সূচি চুড়ান্ত করা হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম