বই আলোচনা
ছোটদের জন্য মজার বই: আমি শুধু মানুষ হবো
সাইফুর রহমান লিটন
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জগলুল হায়দার বাংলা ছড়া-সাহিত্যের এক স্বতন্ত্র কণ্ঠস্বর। ‘আমি শুধু মানুষ হবো’ ছড়াগ্রন্থে যেন সেই বার্তাটি স্পষ্ট হয়ে উঠেছে। ছড়াশিল্পীর এ গ্রন্থে রয়েছে ২৮টি ভিন্ন স্বাদের ছড়া। যেখানে ফুটে উঠেছে প্রকৃতির রূপ, কিশোর মনের দোলাচল, প্রযুক্তির অভিঘাত, সমাজের বাস্তবতা এবং সবচেয়ে বড় হয়ে ওঠে মানুষ হওয়ার শিক্ষা। লেখকের ছন্দের সাবলীলতা, ভাষার প্রাঞ্জলতা এবং বক্তব্যের গভীরতা প্রতিটি ছড়াকে করে তুলেছে আকর্ষণীয়।
বিশেষভাবে চোখে পড়ে ‘আকাশ চুরি’ ছড়াতে-‘স্বপ্ন আকাশ চুরি হবে/স্বপ্নগুলো বাড়ি হবে/ আমার-/মাটির গায়ে পার্কিংয়ে তাই/বিরান আমার খামার।’ এই চারটি পঙ্ক্তি যেন নাগরিক বাস্তবতা আর স্বপ্নের দ্বন্দ্বকে ছড়ায় বাঁধা এক কবিতা। শিশু-কিশোর চোখে দেখা পরিবর্তনশীল পৃথিবী, যেখানে মাঠের জায়গা নেয় পার্কিং লট, আর আকাশে ওড়ে মোবাইল টাওয়ার। তবুও থেকে যায় স্বপ্ন দেখার সাহস। এখানেই ছড়াটি বাস্তবতা ও কল্পনার সেতু হয়ে ওঠে।
এ ছাড়াও ‘আমার দেশের ছবি’ ছড়াটিও অনন্য-‘এই যে নদী এই যে ঘাট/ নদীর পাড়েই সবুজ মাঠ/ মাঠের বুকে হাসি/ এটাই আমার দেশের ছবি/ সারা জনম এই ছবিটাই/ দেখতে ভালোবাসি।’ এখানে কবি দেশকে দেখিয়েছেন প্রেম আর আবেগের চোখে। নদী, ঘাট, ফুল, পাখি-দৃশ্যগুলো যেন কিশোর পাঠকের মনে তৈরি করে শেকড়ের টান। এ ছড়াটি পড়লে মনে পড়ে দেশ মানে শুধু মানচিত্র নয়, অনুভূতি।
বইটির ভাষা সহজ, বাচনভঙ্গি প্রাণবন্ত এবং ছন্দগুলো এমনভাবে বাঁধা, যা একবার পাঠ করলে সহজে ভোলা যায় না। শিশুরা যেমন এতে আনন্দ পাবে, তেমনি বড়রাও ভাবতে বাধ্য হবে-সত্যিই তো, মানুষ হওয়াটাই সবচেয়ে জরুরি। নিসা মাহজাবীনের চিত্রায়ণ এবং প্রচ্ছদ বইটিকে করেছে আরও জীবন্ত। রঙিন পৃষ্ঠায় ছড়াগুলো যেন ঘুড়ির মতো উড়তে থাকে পাঠকের কল্পনায়। অলংকরণ শুধু শিশুতোষ নয়, বরং বইয়ের ভাবের সঙ্গে একীভূত।
সব মিলিয়ে, ‘আমি শুধু মানুষ হবো’ কেবল একটি কিশোর ছড়ার বই নয়, বরং এটি এক মানবিক বোধের ছন্দিত আহ্বান। আর বাংলার শিশু-কিশোর সাহিত্যে একটি সময়োপযোগী, চিন্তাশীল এবং সাহসী সংযোজন। বইয়ের নাম : আমি শুধু মানুষ হবো। লেখক : জগলুল হায়দার। প্রচ্ছদ ও অলংকরণ : নিসা মাহজাবীন। মূল্য : ৩০০ টাকা। প্রকাশনা : সংযোগ। প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২৫।
