Logo
Logo
×

বাজেট

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ৪ হাজার ৮৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১০:৫১ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ৪ হাজার ৮৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

গ্রাফিক্স: যুগান্তর

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ৪ হাজার ৮৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ প্রস্তাব উপস্থাপন করেন। 

প্রস্তাবিত বাজেটে বরাদ্দ সংশোধিত বাজেটের চেয়ে ৭৫৩ কোটি টাকা বেশি, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ৪ হাজার ১৪৬ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ৫ হাজার ২৫৭ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, আমাদের এবারের বাজেট কিছুটা ব্যাতিক্রমধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মত আমরা ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থ বছরের জন্য প্রস্তাব করছি। এবারের বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর বিশেষ জোর দেয়া হয়েছে। 

ঘটনাপ্রবাহ: বাজেট ২০২৫-২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম