স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
স্কুল ফিডিং কর্মসূচিতে সরবরাহকৃত খাদ্য। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বহুল প্রত্যাশিত স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগ উঠেছে। সোমবার (২ ডিসেম্বর) জেলা শিক্ষা অফিসার নিজেই সরেজমিন তদন্তকালে এর প্রমাণ পেয়েছেন।
জানা যায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪০টি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালু হয়েছে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২৬ হাজার ৬২০ জন শিক্ষার্থী এই সুবিধার আওতায় রয়েছে।
ফিডিং সূচি অনুযায়ী গত ২৪ নভেম্বর শিক্ষার্থীদের দেওয়ার কথা ছিল বনরুটি ও দুধ। কিন্তু বাস্তবে শুধু দুধ দেওয়া হয়েছে এবং ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোন খাদ্য সামগ্রী পায়নি।
মঙ্গলবারের তালিকায় ছিল বনরুটি ও সিদ্ধ ডিম। কিন্তু সিডিউল অমান্য করে বিতরণ করা হয়েছে একটি করে সাগরকলা। যে কলার বাজারদর সর্বোচ্চ ৫ টাকা সেটির বিল দেখানো হয়েছে সাড়ে ৯ টাকা। একটি ১২০ গ্রাম বনরুটি যার মূল্য ২২ টাকা কিন্তু বিতরণ করা হয়েছে মানহীন রুটি।
১ ডিসেম্বর শিক্ষার্থীদের মাঝে যে রুটি বিতরণ করা হয়েছে তা খুবই নিন্মমানের যা শিক্ষার্থীরা খেতে চায়নি। যা নিয়ে শিক্ষক-অভিভাবক ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. হারুনুর রশিদের স্বাক্ষরিত সাপ্তাহিক খাদ্য বিতরণের তালিকার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবায়নের কোনো মিল নেই।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ সোমবার সরেজমিন খাদ্য বিতরণ কর্মসুচি পরিদর্শনকালে নিন্মমানের রুটি বিতরণের প্রমাণ পেয়ে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভহিত করেছেন বলে জানান তিনি।

