আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন সভাপতি আজমল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন সভাপতি ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সরকারের যুগ্ম সচিব আজমল হোসেন।
নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তার নেতৃত্বে স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠাটিতে চলমান অনিয়ম, দুর্নীতি, অসংগতি নিরসন করে অবৈধ ভর্তি বাণিজ্য, বদলি বাণিজ্য বন্ধ হবে এবং সরকার নির্ধারিত টিউশন ফি নীতিমালা বাস্তবায়ন করা সম্ভব হবে।
