ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ে ‘এসএসসি ব্যাচ-৯২’ এর ঈদ পুনর্মিলনী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৮:৫৫ পিএম
ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৯৯২ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৯৯২ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুন বিদ্যালয় প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষিকামণ্ডলী
ও এসএসসি ব্যাচ-৯২ এর শিক্ষার্থীরা অংশ নেন।
অংশ নেওয়া সাবেক শিক্ষার্থীদের নিয়ে এক পারিবারিক
মিলন মেলায় পরিণত হয়। পরিচয় পর্ব, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র আয়োজন
করা হয়। এসময় বিদ্যালয় জীবনের কাটানো মধুর স্মৃতিচারণ করেন অংশ নেওয়া শিক্ষার্থীরা।
এদিকে বিদ্যালয়টির এসএসসি ব্যাচ ১৯৯২ সাবেক ছাত্র-ছাত্রীদের
‘ধামুরা স্কুল এসএসসি ব্যাচ-৯২ ফাউন্ডেশন’ গঠিত হয়। এতে সভাপতি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের
যুগ্মসচিব মুহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে মেরিন ইঞ্জিনিয়ার মো. মহসিন
খান নির্বাচিত হন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে মো. হুমায়ুন কবির দায়িত্ব পান।
