Logo
Logo
×

শিক্ষাঙ্গন

স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে জাপান, আবেদন শেষ আজই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০২:৩০ এএম

স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে জাপান, আবেদন শেষ আজই

জাপানে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় (TMU)। বিশ্ববিদ্যালয়টি ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ‘টোকিও গ্লোবাল পার্টনার স্কলারশিপ প্রোগ্রাম’-এর আবেদন প্রক্রিয়া শুরু করেছে। এই প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে 

টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত একটি সরকারি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি টোকিও মেট্রোপলিটন সরকারের অধীন পরিচালিত হয়। বর্তমানে এখানে প্রায় ১০,০০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

বৃত্তির সুযোগ-সুবিধা

  • পূর্ণ টিউশন ফি মওকুফ।
  • ভর্তি ফি ও আন্তর্জাতিক বিমান ভাড়া।
  • প্রতি মাসে ১,৫০,০০০ ইয়েন (প্রায় ১,০৩০ মার্কিন ডলার) উপবৃত্তি।
  • এছাড়াও বৃত্তির নীতিমালা অনুযায়ী রয়েছে অতিরিক্ত সুবিধা।

আবেদনের যোগ্যতা

  • স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • পিএইচডি প্রোগ্রামের জন্য: স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। 
  • কিছু ক্ষেত্রে গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা বা উদ্যোক্তা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হতে পারে। 

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

  • বিভিন্ন স্কুল ও বিভাগে শিক্ষার সুযোগ রয়েছে, যেমন:
  • স্কুল অব হিউম্যান হেলথ সায়েন্সেস
  • স্কুল অব সিস্টেমস ডিজাইন
  • স্কুল অব আরবান এনভায়রনমেন্টাল সায়েন্সেস
  • গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স
  • গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্ট
  • গ্র্যাজুয়েট স্কুল অব ল অ্যান্ড পলিটিকস
  • গ্র্যাজুয়েট স্কুল অব হিউম্যানেটিজ

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের আবেদন পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে এ লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ

 ১০ অক্টোবর, ২০২৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম