মাঝরাতে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ যা নিয়ে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০২:০৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘চায়ের দোকান বসানোকে কেন্দ্র করে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসি জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী সম্ভবত শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে থাকা দোকানগুলো সরিয়ে সেখানে চায়ের দোকান বসাতে চেয়েছিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, রাতে পর্যাপ্ত পুলিশ না থাকায় অতিরিক্ত ফোর্স ডাকা হয় এবং রাত আড়াইটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহনেওয়াজ হোস্টেলের আবাসিক শিক্ষার্থী রিয়াজ আহমেদ বলেন, রাত দেড়টার দিকে দেখি আমাদের কয়েকজনকে ঢাকা কলেজের শিক্ষার্থী মারধর করছে। আমরা সেখানে গেলে দেখি তারা ককটেল বিস্ফোরণ করেছে।
রিয়াজ আরও জানান, পরে আরও কয়েক দফা ঢাকা কলেজের শিক্ষার্থীরা ‘হামলা চালানোর চেষ্টা’ করে।
ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে এসি জাহাঙ্গীর আলম বলেন, বিস্ফোরণটি ককটেলের কি না তা নিশ্চিত হওয়া যায়নি; সম্ভবত পটকা জাতীয় কিছু ছিল।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আসার পর শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় এবং ‘আমার হলে ককটেল, প্রশাসনের নাকে তেল’ শ্লোগান তোলেন। পরে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ ও ডাকসু নেতারা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা হলে ফিরে যায়।
নিউমার্কেট জোনের এসি জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।


