Logo
Logo
×

শিক্ষাঙ্গন

রাকসু বিজয়ীদের অভিনন্দন জানিয়ে যা বললেন ডাকসু ভিপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০১:৩১ পিএম

রাকসু বিজয়ীদের অভিনন্দন জানিয়ে যা বললেন ডাকসু ভিপি

ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

৫ আগস্ট পরবর্তী সময়ে ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরেছে দেশের ছাত্র ও মূল ধারার রাজনীতি অঙ্গন। এরই ধারাবাহিকতায় কেবল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাদে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে দেশের বড় বড় অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন। যেগুলোতে ছাত্রশিবিরের আধিপত্য দেখা গেলেও প্রতিদ্বন্দ্বিতা করেছে ছাত্রদলসহ অন্যারা।

ডাকসু, জাকসু ও চাকসুর পর সর্বশেষ রাকসু নির্বাচনেও আধিপত্য ধরে রেখেছে ছাত্রশিবির। সেখানে ২৩টি পদের ২০টিইতেই জয়ী হয় ছাত্রসংগঠনটির নেতাকর্মীরা।

এদিকে, রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ভূমিধস জয়ের পর বিজয়ীদের অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

তিনি বলেন, ইনসাফ ও সত্য প্রতিষ্ঠার আগামীর পথযাত্রায় আমরা জুলাই বিপ্লবের মতোই ঐক্যবদ্ধ থাকব।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

ডাকসু ভিপি বলেন, ‘শহীদ নোমানীসহ বহু সংগ্রামী মানুষের শাহাদাত, মজলুমের রক্তে রঞ্জিত মতিহার, আর বহু দশকের লড়াই-সংগ্রামের সাক্ষী রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন এবং এজিএস এস এম সালমান সাব্বিরসহ কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে বিজয়ী সবাইকে অভিনন্দন।’

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এ কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩ পদের মধ্যে ২০টিতেই জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। 

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম।

সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে যেসব সম্পাদক নির্বাচিত হয়েছেন— ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে এস এম সালমান সাব্বির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জায়িদ হাসান জোহা, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান, তথ্য ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী বি এম নাজমুছ সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব। এ ছাড়া সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে আবু সাঈদ মোহাম্মাদ নুন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম সাঈম, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান লস্কর, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. নয়ন হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মাসুদ, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মুমু।

কার্যনির্বাহী সদস্য পদে— মো. দ্বীপ মাহবুব, সুজন চন্দ্র, মো. ইমজিয়াউল হক কামালি ও এ বি এম খালেদ নির্বাচিত হয়েছেন।

এদিকে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ছাত্রদল মনোনীত নারগিস খাতুন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তোফায়েল আহমেদ (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।

একনজরে নির্বাচিতরা

ভিপি- মোস্তাকুর রহমান জাহিদ

জিএস- সালাউদ্দিন আম্মার

এজিএস- এস এম সালমান সাব্বির

ক্রীড়া সম্পাদক - নার্গিস খাতুন

সহক্রীড়া সম্পাদক - আবু সাইদ মোহাম্মদ

সাংস্কৃতিক সম্পাদক - জাহিদ হাসান

সহসাংস্কৃতিক সম্পাদক - মোহাম্মদ রাকিবুল ইসলাম

মহিলা সম্পাদক - সাইয়্যেদা হাফসা

সহমহিলা সম্পাদক - সামিয়া জাহান

তথ্য ও গবেষণা সম্পাদক - বি এন নাজমুস সাকিব

সহতথ্য ও গবেষণা সম্পাদক - সিফাত আবু সালেহ

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক – মোহাম্মদ মোজাহিদ ইসলাম

সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক - আসাদুল্লাহ

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক – তোফায়েল আহমেদ তোফা

সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক - মোজাহিদুল ইসলাম সায়েম

বিতর্ক ও সাহিত্য সম্পাদক - ইমরান মিয়া লস্কর

সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক - মোহাম্মফ নয়ন হোসেন

পরিবেশ ও সমাজসেবা সম্পাদক - আবদুল্লাহ আল মাসুদ

সহ-পরিবেশ ও সমাজসেবা সম্পাদক - মাসুমা ইসলাম মুমু

 চার কার্যনির্বাহী সদস্য

মোহাম্মদ দীপ মাহবুব

মোহাম্মদ ইমজিয়াল হক কামালী

সুজন চন্দ্র

এবি এম খালেদ

সিনেটে ছাত্র প্রতিনিধি

সালাউউদ্দীন আম্মার

মুস্তাকুর রহমান জাহিদ

ফাহিম রেজা

আকিল বিন তালেব

সালমান সাব্বির

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম