জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় বিশ্ববিদ্যালয় অবশেষে বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের আর্থিক অসুবিধা বিবেচনা করে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। এতে শিক্ষার্থীদের প্রতিনিধিরাও অংশ নেন।
তবে যেহেতু অনেক শিক্ষার্থী চলমান পরীক্ষার জন্য ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাই ফি কমানোর এ সিদ্ধান্তটি শিগগিরই কার্যকর হচ্ছে না। এটি কার্যকর হবে অনার্স চতুর্থ বর্ষ, পাশ কোর্স দ্বিতীয় বর্ষ এবং এর পরের সব পরীক্ষায়।


