Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ঢাকা কলেজে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম

ঢাকা কলেজে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা

ছবি: সংগৃহীত

ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের (ডিসিএসসি) আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Intra Science Festival 2025 & Freshers’ Orientation’। যেখানে অংশ নেয় কলেজের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা। সৃজনশীলতা, যুক্তিবোধ এবং বিজ্ঞানমনস্কতা বিকাশের উদ্দেশ্যে আয়োজিত এ উৎসবটি ছিল এক প্রাণবন্ত মিলনমেলা।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ইলিয়াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.  মোস্তফা আকবার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউনিভার্সিটি অব রচেস্টারের অধ্যাপক এহসান হক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদের সহযোগী শিক্ষক নবী নেওয়াজ খান শোমিন এবং ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এ. কে. এম. রফিকুল আলম।

উৎসবে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রতিযোগিতা। রুবিকস কিউব সমাধান থেকে শুরু করে সাই-ফাই রাইটিং, ফটোগ্রাফি, গেমিং, ক্যালকুলাস কমব্যাট, আইকিউ টেস্ট উইথ ক্রিমিনাল কেস সলভিং, সুডোকু রেস, বিজ্ঞান অলিম্পিয়াড এবং ইভেন্ট ডিজাইন প্রতিযোগিতা। প্রতিটি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তাশক্তির পরিচয় দেন।

বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সনদপত্র। শিক্ষার্থীদের উৎসাহ, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তায় মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা কলেজের অধ্যক্ষ  প্রফেসর এ. কে. এম ইলিয়াস বলেন, ‘ভবিষ্যতে এই আয়োজন আরও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। কারণ ছাত্রদের এটা অনুপ্রেরণার কাজ করে এবং সৃষ্টিশীল কিছু করার অনুপ্রেরণার জায়গা হচ্ছে এ আয়োজন। আশা করি ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব ভবিষ্যতে আরো সমৃদ্ধশালী হবে এবং তারা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম