Logo
Logo
×

শিক্ষাঙ্গন

পরীক্ষার হল থেকে ছাত্রলীগ কর্মীকে আটক করে থানায় সোপর্দ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম

পরীক্ষার হল থেকে ছাত্রলীগ কর্মীকে আটক করে থানায় সোপর্দ

পরীক্ষার হল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ধরে থানায় সোপর্দ করা হয়েছে। আটক হওয়া শিক্ষার্থী ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আকিব মাসুদ।

রোববার ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন আকিব। খবর পেয়ে তাকে ধরতে দুপুর ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী পরীক্ষার হলের সামনে এসে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় সোপর্দ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অভিযোগ, আকিব গত বছরের ৫ আগস্টের পরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে ফেসবুকে পোস্ট শেয়ার দিয়ে আসছেন। এছাড়া তার বিরুদ্ধে শহীদ জিয়াউর রহমান হলে থাকা অবস্থায় জুনিয়র শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগ রয়েছে। একই সঙ্গে ২০২৩ সালে তিনি শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও শোক দিবসের আলোচনা শেষে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ থেকে বহিষ্কার হন।

অভিযোগের বিষয়ে আকিব মাসুদ বলেন, আমি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি এবং আমার পরিবারও আওয়ামী লীগ করে। আমি ছাত্রলীগের কর্মী থাকা অবস্থায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার হয়েছিলাম। আমি এতদিন ক্লাশ-পরীক্ষা দিলেও কোনো সমস্যা হয়নি। আজ পরীক্ষা দিতে এলে তারা আমাকে আটক করে।

ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিষয়ে আগামীকাল আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম