Logo
Logo
×

রাজধানী

মোহাম্মদপুরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, আহত ১

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ পিএম

মোহাম্মদপুরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, আহত ১

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে জনতার গণপিটুনিতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন রোড নং-১২, ব্লক-ই এর শেষ প্রান্তে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইয়ামিন (২৩)। তার বাড়ি ভোলা জেলার লালমোহন থানার চরসকিনা গ্রামে, তিনি মাহবুব মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার উদ্যান এলাকায় বসবাস করতেন। আহত যুবকের নাম ফাহিম (২৩), তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, স্থানীয় জনতা মোবাইল ছিনতাইয়ের সময় দুইজন অজ্ঞাত যুবককে ধরে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান জানান, ঘটনাস্থল থেকে ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় রয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম