সন্ত্রাসী ডাশা শরিফ–মাল্লা কবির বাহিনীর গুলিতে আহত ২
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরের কালশীতে দুর্বৃত্তদের গুলিতে সুমন মিজি (৩২) নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় তার বড় বোন লাভলী বেগমও (৪৫) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।
আহত সুমন কালশীর ১১ নম্বর রোডের মো. মাইন উদ্দিন মিজির ছেলে। তিনি পেশায় সিসি ক্যামেরা ইনস্টলেশনের কাজ করেন বলে জানিয়েছেন স্বজনরা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সুমনের স্ত্রী মাহিমা আক্তার জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কালশী আদর্শনগরের ২২ তলা ভবনের পেছনে স্থানীয় সন্ত্রাসী ডাশা শরিফ, মাল্লা কবির, মশু মিয়াসহ ১৫-১৬ জন মিলে তার স্বামীকে মারধর করে। একপর্যায়ে তারা সুমনের পেটের বামপাশে গুলি করে গুরুতর জখম করে।
তিনি অভিযোগ করেন, মাল্লা কবির একজন ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী। কিছুদিন আগে সেনাবাহিনী তাদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকা উদ্ধার করে। তখন লাভলীর ছেলে ও আমার স্বামী সেনাবাহিনীকে তথ্য দিয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই তারা আমাদের হুমকি দিয়ে আসছিল। শনিবার রাতে সেই ঘটনার জের ধরেই সুমনকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ সুমনকে ঢামেকে ভর্তি রাখা হয়েছে। আহত লাভলী চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
