মিরপুরে জমি দখলে নিতে হেলমেট বাহিনীর গুলি, ৩জন আটক
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্ধারকৃত জমি দখলকে কেন্দ্র করে ফাঁকা গুলি ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২ টায় মিরপুর ১২ নম্বর (৯নম্বর সেকশন বাউনিয়া মৌজা) স্বপ্ন নগর আবাসিক এলাকার পাশে অবস্থিত জাতীয় গৃহায়নের (২.০১ একর) জমিতে ৪০/৫০ জন লোক হেলমেট পরিহিত অবস্থায় এসে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে তাণ্ডব চালিয়েছে। এতে আশপাশে আতঙ্ক চড়িয়ে পড়লে লোকজন দিগ্বিদিগ ছোটাছুটি করেন। এ সময় সন্ত্রাসীদের হামলায় কয়েকজন আনসার সদস্য ও জাতীয় গৃহায়নের কর্মকর্তা কর্মচারীরা আহত হন। দুপুর দেড়টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে ৩ সন্ত্রাসীকে আটক করে।
পুলিশ ও জাতীয় গৃহায়ন সূত্রে জানা গেছে, জাতীয় গৃহায়নের অধিগৃহণকৃত ঢাকা জেলার বাউনিয়া মৌজার সিএস ৩১২৮ দাগের ২.০১ একর জমি দীর্ঘদিন বেসরকারি আবাসন কোম্পনি সহ প্রভাবশালীদের দখলে ছিলো। আবাসন ব্যবসায়ীদের দখলে থাকা জাতীয় গৃহায়নের এই জমিতে (২.০১একর) বহুতল ভবন নির্মাণ ও ফ্ল্যাট বিক্রির প্রস্তুতি চলছিল। গত ৩১ আগস্ট এক উচ্ছেদ অভিযানের মাধ্যমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ তাদের ২.০১ একর জমি দখল মুক্ত করে।
দখলমুক্ত এই জমিতে (২.০১একর) বাউন্ডারি দেয়াল ,আনসার শেড ও লেবার শেডের নির্মান কাজ শুরু করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। গত ৬ সেপ্টেম্বর একটি বেসরকারি আবাসন কোম্পানির লোকজন নির্মান কাজ বন্ধ করার জন্য জাতীয় গৃহায়নের কর্মকর্তা-কর্মচারী, আনসার সদস্য ও শ্রমিকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ওইদিনই এশিউর গ্রুপের চেয়ারম্যান সহ ১০০ জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় একটি অভিযোগ দেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হোরায়রা। এ দিকে আজ ঘটনার দিন (সোমবার) দুপুরে জাতীয় গৃহায়নের নির্মাণ শ্রমিকরা বাউন্ডারি দেয়ালের কাজ পুনরায় শুরু করলে হেলমেট বাহিনীর ৪০/৫০ জন সদস্য ঘটনাস্থলে এসে গুলি বর্ষণ করে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা ডিভিশন-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন আমারা উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে উচ্ছেদের পর দিন হতে ডিজিটাল সার্ভের মাধ্যমে ৩১২৮ দাগের চৌহদ্দি নির্ধারন করে সীমানা প্রাচীরের নির্মাণ কাজ করে আসছি। গত ২-৩ দিন আগে সন্ত্রাসী তুহিন ও নজরুলের নের্তৃত্বে কয়েকশ লোক হামলা চালিয়ে আমাদের কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে থানায় জিডি ও অভিযোগ করা হয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। আজ সকালে হেলমেট বাহিনী এসে গুলি চালিয়েছে। আমরা জীবনের মায়া ত্যাগ করে হলেও সরকারি জমি অবৈধ ভাবে দখল হতে দিবো না।
জাতীয় গৃহায়ন র্কতৃপক্ষ ঢাকা ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হোরায়রা বলেন সরকারের অধিগ্রহনকৃত বাউনিয়া মৌজার সিএস ৩১২৮ দাগের ২.০১ একর জমির মালিক জাতীয় গৃহায়ন। জমিটি কিছুদিন আগে দখল মুক্ত করা হয়েছে। জমিটি অনেকদিন বেসরকারি হাউজিং কোম্পানি এশিউর গ্রুপের দখলে ছিলো। আমরা এটি দখলমুক্ত করে বাউন্ডারি দেয়াল সহ বিভিন্ন নির্মান কাজ শুরু করলে এশিউর গ্রুপের চেয়ারম্যান, পরিচালক ও সিইও এর নির্দেশে ফারুক নামে এক ব্যক্তি শতাধিক লোক নিয়ে আমাদের ওপর হামলা চলায়। এমনকি দখলবাজরা হেলমেট পরিহিত অবস্থায় এসে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। তাদের হামলায় এক আনসার সদস্য সহ গৃহায়নের অনেকে আহত হয়েছেন। মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন আমি ঘটনাটি শুনে পুলিশ পাঠিয়েছি। গুলির ঘটনা তদন্ত করা হচ্ছে। সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। এখনও থানায় সোপর্দ করেনি।
