Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃতরা হলো—আওয়ামী লীগের দারুস সালাম ৯ নং ওয়ার্ড এর ৪নং ইউনিটের সাধারণ সম্পাদক মো. সাইমন ইসলাম রনি (৪২,  সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী ও আওয়ামীলীগ এর সক্রিয় সদস্য এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. রুবেল পেদা (৩০), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ছাত্রলীগ সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩০), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জানে আলম চৌধুরী ঠান্ডু (৩২), নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা ও ভান্ডারিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশান শিকদার মিরাজ (২৬), ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার মেহারী ইউপির সাধারণ সম্পাদক মো. আল হেলাল (৪৭), নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সক্রিয় সদস্য ও রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. মোরশেদ আলম মুন্না (২৮)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম