Logo
Logo
×

রাজধানী

ঊর্ধ্বগতিতে চলা সবজির লাগাম টানল বৃষ্টি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

ঊর্ধ্বগতিতে চলা সবজির লাগাম টানল বৃষ্টি

শীতের আগমনী বার্তা টোকা দিচ্ছে রাজধানীর সবজির বাজারে। ফাইল ছবি

বৃষ্টির প্রভাবে বিগত প্রায় চার মাস ধরে ঊর্ধ্বগতিতে চলা সবজির দাম গত প্রায় ১৫ দিন ধরে কিছুটা কমতে শুরু করেছে। শীতের আগমনী বার্তা টোকা দিচ্ছে রাজধানীর সবজির বাজারে।

বাজারে সবচেয়ে কম দামের সবজির মধ্যে রয়েছে পেঁপে, প্রতিকেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে সবজিটি। তবে বেগুনসহ বেশ কয়েকটি সবজির দাম ৮০ টাকার তালিকায়।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মুলা প্রতি কেজি ৫০ টাকায়, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, বাজারে নতুন উঠা শালগম প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।   

আরও পড়ুন
মা হলেন ক্যাটরিনা

এছাড়া প্রতি কেজি বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে, দুন্দুল প্রতি কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, কঁচু প্রতি কেজি ৬০ এবং শিম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। 

সবজির দাম বিষয়ে মালিবাগ বাজারের এক সবজি বিক্রেতা বলেন, বিগত চার মাস ধরে সবজির বাড়তি দাম অনেকটাই কমে এসেছে। গত সপ্তাহে বেশ কম দাম গেছে সবজির দাম, কিন্তু এরপরেই বৃষ্টির কারণে সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে গত সপ্তাহে যে সবজি ৬০ টাকায় বিক্রি করেছি, আজ সেটা আবার ৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে শীত আসা শুরু হওয়ার কারণে সব ধরনের সবজির দামই এখন কমে যেতে থাকবে। পুরো শীত জুড়ে বাজারে প্রচুর পরিমাণে সবজি সরবরাহ থাকবে, সে সঙ্গে দামও অনেক কমে যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম