Logo
Logo
×

রাজধানী

যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৪

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম

যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ও শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, একজন থানা যুবলীগ নেতা এবং চুয়াডাঙ্গা জেলা যুবলীগের দুই সদস্য রয়েছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—১. সবুজবাগ থানার ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. রনি (৩৭) ২. আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সম্পাদক বাবলুর রহমান বাবলু (৪০) ৩. চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ হোসেন দুদু (৪৩) ৪. চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য মো. মোস্তাফিজুর রহমান (৫০)।

ডিবির তথ্য অনুযায়ী, শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করে মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

শনিবার (১৫ নভেম্বর) সকালে মিরপুর-১১ এলাকা থেকে ডিবি গুলশান বিভাগের একটি টিম গ্রেফতার করে কেন্দ্রীয় নেতা বাবলুর রহমান বাবলুকে। একইদিন সকাল ৭টা ৩০ মিনিটে মিরপুরে আরেকটি অভিযানে গ্রেফতার করা হয় শরিফ হোসেন দুদুকে। সকাল ৯টা ৩০ মিনিটে একই এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করে ডিবির গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি জানায়, গ্রেফতার হওয়া সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম