জুরাইনে পরপর ককটেল বিস্ফোরণ, আটক ১
শ্যামপুর, ঢাকা প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:০৪ পিএম
শ্যামপুরের জুরাইনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টানা দুদিনের ‘শাটডাউন’ ঘোষণাকে কেন্দ্র করে হঠাৎ রাজধানীর শ্যামপুরের জুরাইনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজা শপিং মলের সামনে বিকট শব্দে পরপর ৩-৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় মানুষ ভীত হয়ে এদিক-ওদিক দৌড়ে নিরাপদ আশ্রয়ে যেতে থাকেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় চলাচলরত যানবাহনগুলোর চালক ও যাত্রীরা দিশেহারা হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুরাইন ফ্লাইওভারের উপর থেকে ককটেলগুলো নিচে নিক্ষেপ করা হয়। এতে জনগণ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে শ্যামপুর জোনের সিনিয়র সহকারী উপ-পুলিশ কমিশনার যুগান্তরকে জানান, শ্যামপুরে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মেহেদী হাসান নামের একজনকে পুলিশ হাতেনাতে আটক করে।

