এমটিএফ’র মানববন্ধন
আশ্বাস বাস্তবায়নে বিলম্ব হলে কর্মবিরতির হুঁশিয়ারি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:২১ পিএম
জাতীয় প্রেস ক্লাবের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) কেন্দ্রীয় কমিটির মানববন্ধন।ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের দশম গ্রেড দেওয়া হলেও সমমানের সনদধারী ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বঞ্চিত করা হয়েছে। বিভিন্ন সময়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড দাবি করলে সংশ্লিষ্ট দপ্তরের নীতি-নির্ধারকেরা দীর্ঘ বছর ধরে শুধু আশ্বাস দিয়ে আসছেন।
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম নিজে দ্রুত দশম গ্রেড বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। উপদেষ্টার আশ্বাস দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মবিরতি কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টটরা।
রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) কেন্দ্রীয় কমিটির মানববন্ধন কর্মসূচিতে এমন হুশিয়ারি দেন তারা।
তারা বলেন, আমরা যতবার ন্যায্য অধিকার চাইতে গেছি, নীতি-নির্ধারকদের সঙ্গে যোগাযোগ করেছি, প্রতিবারই সরকার সংশ্লিষ্টরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের মত দশম গ্রেডের আশ্বাস দিয়েছেন। কিন্তু বাস্তবায়ন না করে বৈষম্য করা হচ্ছে।
এমটিএফ কেন্দ্রীয় সভাপতি মো. সোহেল রানা বলেন, আমার জেনেছি দশম গ্রেড দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য উপদেষ্টার সম্মতি আছে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রাণালয়ের কার্যক্রমের অগ্রগতি দেখা যাচ্ছে না। এমন টালবাহানা চলতে থাকলে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে লাগাতার কর্মবিরতি দেওয়া হবে।
মনববন্ধনে উপস্থিত অন্যান্যরা বলেন, সরকার মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের দশম গ্রেডে নিয়োগদানের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবরেটরি ও ইমেজিং বিভাগ দুই শিফটে চালু করলে রোগীদের চিকিৎসা সহজ ও দ্রুত করা যাবে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে। সেই সঙ্গে একই নমুনা বিভিন্ন ল্যাবে পরীক্ষা করালে বিভিন্ন রকম রিপোর্ট হওয়া রোধ সম্ভব হবে। তাই পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নে সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোল অফিসার বা সায়েন্টিফিক অফিসার পদ তৈরি করে গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

