রাজধানীর সেগুনবাগিচায় ককটেল বিস্ফোরণ
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৩ এএম
রাজধানীর রমনা থানার সেগুনবাগিচায় কর অঞ্চল-১০ এর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর রমনা থানার সেগুনবাগিচায় কর অঞ্চল-১০ এর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, রাত সোয়া ১০টার দিকে সেগুনবাগিচার কর অঞ্চল-১০ এর সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে কেউ আহত না হলেও ঘটনাস্থলে আতঙ্ক ছড়ায়।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

