Logo
Logo
×

রাজধানী

শোকরানা সিজদায় যোগ দেওয়ার আহ্বান ওসমান হাদির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

শোকরানা সিজদায় যোগ দেওয়ার আহ্বান ওসমান হাদির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।ছবি: সংগৃহীত

স্বৈরাচারী খুনি হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সবাইকে শোকরানা সিজদায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। 

সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৩টা ১২ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।  

ফেসবুক পোস্টে ওসমান হাদি লিখেছেন, ‘বিকাল ৪টায় জাদুঘরের সামনে শোকরানা সিজদায় যোগ দিন।’

এর আগে, রায়ের পর দেওয়া এক প্রতিক্রিয়ায়- বাংলাদেশের প্রধান আদালতের দেওয়া ফ্যাসিস্ট ও খুনি হাসিনার ফাঁসির রায় শুধু দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য নজির স্থাপন করেছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

এর আগে, এদিন দুপুর ২টা ৫০ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় স্বৈরাচারী ও খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।  এ মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও কামাল।

এছাড়া রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বিশেষ বিবেচনায় ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

এর আগে, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে রায় পড়া শুরু হয়।  দুই ঘণ্টা ১০ মিনিট ধরে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া শেষ হয় ২টা ৫০ মিনিটে।

ছয়টি অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। 

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের এ বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম