Logo
Logo
×

রাজধানী

যুবদল নেতা কিবরিয়ার জানাজা সম্পন্ন

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:১১ পিএম

যুবদল নেতা কিবরিয়ার জানাজা সম্পন্ন

ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে গুলিতে নিহত থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার জানাজা সম্পন্ন হয়েছে।  

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাদ আসর পল্লবীর ২ নাম্বার ওয়ার্ড ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারও মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে কালশী কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতা, যুবদলের কেন্দ্রীয় ও মহানগর উত্তর ইউনিটের নেতারা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্য গুলিতে কিবরিয়ার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন নির্মম হত্যাকাণ্ড কখনো মেনে নেওয়া যায় না এবং এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান দলীয় নেতারা।

শোকার্ত পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন কিবরিয়া। তার মৃত্যুতে এলাকায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও শোক বিরাজ করছে।

পল্লবীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। সোমবার সন্ধ্যায় মিরপুর সেকশন–১২ এলাকায় ঘটে এ ঘটনা। এ সময় হামলাকারীরা পালানোর সময় রিকশা দ্রুত না চালানোয় রিকশাচালককেও গুলি করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম