ঢামেকে চিকিৎসাধীন হাজতির মৃত্যু
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় কারাগার (কেরাণীগঞ্জ) থেকে আনা মো. আমজাদ আলী (৭০) নামের এক অসুস্থ হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের মৃত চান মমিন মিয়ার ছেলে। তার হাজতি নম্বর ৩৮৪৪৮/২৫। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
কারারক্ষী সুজন মাসুদ জানান, গত ১৬ নভেম্বর বিকালে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন মো. আমজাদ আলী। পরে কারাকর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় কারা আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

