ঢামেকে চিকিৎসাধীন নারী বন্দির মৃত্যু
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:২১ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের এক নারী বন্দির মৃত্যু হয়েছে। তার নাম মনোয়ারা মজলিশ (৫৫)। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত মনোয়ারা মজলিশ লালমনিরহাট সদর উপজেলার সাপটানা গ্রামের মজলিস মিয়ার স্ত্রী।
কারাসূত্র জানায়, তিনি বনানী থানার একটি মামলায় এ বছরের ২ জুলাই আদালতের মাধ্যমে গ্রেফতার হয়ে কাশিমপুর মহিলা কারাগারে বন্দী ছিলেন।
অসুস্থ হয়ে পড়লে ১৯ নভেম্বর কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেকেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

